বরুড়ায় দুর্বৃত্তের দেওয়া বিষ সাবেক সৈনা সদস্যের মাছের প্রজেক্টে সর্বস্বান্ত “১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

 বিএম মহসিন

কুমিল্লার বরুড়া ঝলম ইউনিয়ন এর জোড় পুকুরিয়া গ্রামের সাবেক সৈনা সদস্য মশিউর রহমান মুরাদ এর মাছের প্রজেক্টেব প্রতিহিংসার বসবত হয়ে গত ২১ অক্টোবর রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষ ঢেলে একশো মনের বেশি কৈ মাছ মেরে পেলে।

প্রজেক্টের মালিক মশিউর রহমান মুরাদ জানান আমি অবসরে আসার পর নিজ এলাকায় গত ৬/৭ বছর ধরে একাধিক মাছের প্রজেক্টে মাছ চাষ করছি গত ২১ তারিখ আমি প্রতিদিনের মতো প্রজেক্টের চারপাশ ঘুরে রাত আনুমানিক ১১টার দিকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি।

 ৩.৪০ মিনিটে আমার ছাছাতো ভাই মহসিন কবির প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠেন এই সময়ে দেখেন একটি খড়ের মইলে আগুন জ্বলছে দাও দাও করে তার  চিৎকারে আমি সহ বাড়ির লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আগুন জ্বলছে,

 কয়েক মিনিটের মধ্যে  বিশাল খড়ের মইলটি

পুড়ে বড়শীভূত হয়ে।  এরি মধ্যে ফজরের নামাজের সময় হলে আমি মসজিদে নামাজে জন্য যাই কিছুক্ষণের মধ্যে খবর আসে প্রজেক্টের কৈ মাছ মরে পানি বেশে উঠছে তখন গিয়ে দেখি আশেপাশের লোকজন দেখতে ভিড় করছে।

গত দুই মাস পূর্বে এক লক্ষ কৈ মাছ প্রজেক্টে ছাড়ি আর একমাস পরে বাজারে বিক্রি করার কথা চিল কিন্তু স্বপ্ন ভেঙে দিলে দুর্বৃত্তরা

মৃত্যু মাছের ওজন ১একশো মনের বেশি

যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা,

এমন ঘটনায় আমি একপ্রকার হতভম্ব হয়ে যাই,এই ক্ষতি কি ভাবে কাটিয়ে উঠবো আমার জানা নেই

 বাড়ি পেরার পথে প্রতিবেশীরা সংবাদ দেন মাছ মরে বেশে উঠছে।

এত বিপুল পরিমাণ মাছ মারার ঘটনায়  এলাকাবাসি অনেকটা ক্ষুব্ধ কে করালো এমন ন্যাক্কারজনক ঘটনা

তবে প্রজেক্ট এর মালিক মশিউর রহমান মুরাদ সাংবাদিকদের জানান কিছুদিন পূর্বে গ্রামের একজন মাদক কারবারির বিষয় প্রতিবাদ করি এবং প্রশাসনের হাতে তুলে দেই

সেই মাদক কারবারি  শত্রুতার বসবোত  হয়তো এমন কান্ড করতে পারে বলে মশিউর রহমানের  ধারণা,

এইদিকে এই ঘটনা শুনে ঝলম ইউনিয়ন এর চেয়ারম্যান নরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের খুঁজে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন বলে জানান এছাড়াও  ঘটনায় প্রজেক্টের মালিক কে সান্তনা দেন

এ বিষয় অজ্ঞতা নামা ব্যক্তিদের বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেছেন।

 পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছেজড়িত ব্যক্তিকে খুঁজতে ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *