রুড়ায় আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যেগে ৩শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও এক হাজার তিন’শ শিক্ষার্থীর ফলের গাছ বিতরণ…

 

 বিএম মহসিন

কুমিল্লার বরুড়া উপজেলায় মরহুম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যেগে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও  ফলজ গাছের ছাড়া বিতরণ অনুষ্ঠিত হয়। আজ  শনিবার (০৪ নভেম্বর)  বিকাল ৩ ঘটিকার সময় আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বরুড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষনা তথ্য বিভাগের পরিচালক ড. আয়াত আলী, নায়েম এর পরিচালক মোঃ আবু তাহের, লালমাই ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত  অধ্যক্ষ জহরাল দত্ত, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহ আলম বাবুল, বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল কাউসার।

 

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবদুর রাজ্জাক, সমাজ সেবক জয়নাল আবেদীন, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান  প্রমুখ।

 

স্বাগত বক্তব্য রাখেন মরহুম আবু তাহের  ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ  আবু সায়েম।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  মোঃ শাহাদাৎ হোসেন ভুইয়া ও জামসেদ হায়দার রনি।

 

বৃত্তি পরীক্ষায় চতুর্থ, পঞ্চম, ৮ম ও দশম শ্রেণির ১৩ শ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এর মাঝে  ৩ শ জন  মেধাবী শিক্ষার্থীদের  মাঝে হাই স্কুল পর্যায়ে  ট্যালেন্টপুল ৩০ জনকে ২ হাজার ৫ শ টাকা, সাধারণ গ্রেডে ৪০ জনকে ২ হাজার টাকা,  স্কুল কোটা পর্যায়ে ৫০ জনকে ১ হাজার ৫ শ টাকা করে, প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুল  ৪০ জনকে ২ হাজার টাকা, সাধারণ গ্রেডে ৬০ জনকে ১ হাজার ৫ শ  টাকা ও কোটা পর্যায়ে ৮০ জনকে ১ হাজার টাকা করে মোট   ৩ শ জনকে নগদ ৪ লক্ষ ৮০ হাজার  টাকা বৃত্তি প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের  মাঝে ১৩ শ আম রুপালি গাছের ছারা  বিতরণ করা হয়।  অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আবদুল হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *