বরুড়া তিন হসপিটাল বন্ধ করে দিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

বিএম মহসিন
শনিবার ১০ ফেব্রুয়ারী কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল হাসান সোহেল, মেডিকেল অফিসার ডা: সিফাত সালেহ এবং স্যানিটারি ইন্সপেক্টর মো: শফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিম বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
এসময় বরুড়া মৌলভীবাজার
বরুড়া ডায়াবেটিস এসোসিয়েশন,
বরুড়া হাসপাতাল রোড মেডিকেয়ার জেনারেল হাসপাতাল,রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীন অবস্থায় চলমান কার্যক্রম অবস্থা দেখতে পান উপজেলা পরিদর্শন টিম।
এছাড়া পরিদর্শন টিমের চোখে যে সকল
ত্রুটিসমূহ পরিলক্ষিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ল্যাবে পরীক্ষা করানো, রিসিটে অতিরিক্ত মূল্য লিখে ২০%-৩০% ছাড়ে টেস্ট করে দেয়ার নামে প্রতারণা করা, ল্যাবে যথাযথ ফ্রিজ না থাকা ও সঠিক তাপমাত্রায় রিএজেন্ট সংরক্ষন না করা, অপরিচ্ছন্ন ল্যাব, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) অনুপস্থিত স্বত্তেও এক্সরে করানো, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অনুপস্থিত থাকা স্বত্তেও প্যাথলজি টেস্ট রিপোর্ট করা, “সি ক্যাটাগরির” জন্য আবেদন করে “বি ক্যাটাগরির” প্যাথলজিক্যাল টেস্ট করা ইত্যাদি।
জনস্বার্থের জন্য হুমকি স্বরূপ বিবেচনায় লাইসেন্সবিহীন উক্ত ০৩ (তিন) টি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয় বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল হাসান সোহেল বলেন বর্তমান মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর মহোদয়ের নির্দেশনায় উপজেলার সাধারণ মানুষের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে উপজেলায় অবস্থানরত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরকারি বিধি মেনে সকল কার্যক্রম চালু রাখতে হবে সেই লক্ষে আমরা কাজ করছি
ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শন টিম কাজ করছে বরুড়া উপজেলার সাধারণ মানুষ কোন ধরনের অপচিকিৎসা বা হয়রানির শিকার যেনো না হয় আমরা সেই লক্ষে কাজ করছি
আমাদের এই পরিদর্শন নিয়মিত চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *