বরুড়া শফি উদ্দিন সামিম এর নেতৃত্বে বিজয় দিবস উদযাপন

বিএম মহসিন

১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের আত্নত্যাগ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা ৮, বরুড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ. জেড. এম. শফিউদ্দিন শামীম সকালে বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও আত্নদানকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এরপর বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিজয় র‍্যালিতে অংশ গ্রহণ করেন। র‍্যালি টি বরুড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। অতপর শফিউদ্দিন শামীম নেতাকর্মীদের নিয়ে বটতলীর শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে যান এবং স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের আত্নত্যাগ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি এই মহান স্বাধীনতা। এই স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্যতা, বেকারত্ব, নিরক্ষরতা, দুর্নীতি, সন্ত্রাস, ধর্মীয় কুসংস্কার, মাদক ও শোষণমুক্ত একটি সুখী সম্বৃদ্ধ বাংলাদেশ গড়া। জাতির জনকের সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের এই আত্নত্যাগ বৃথা হয়ে যাবে যদি আমরা জাতির পিতার স্বপ্নের সত্যিকারের সোনার বাংলা গড়তে না পারি।

আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি মানুষের জীবন মান উন্নয়নে বরুড়ার সর্বস্তরের জনগণ আমার পাশে আছে। আগামীদিনে আমি বরুড়া তথা বাংলাদেশের নিপিড়ীত ও মেহনতী মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব। জননেত্রী শেখ হাসিনা যেহেতু বরুড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন তাই স্বাধীনতা, উন্নয়ন ও গনতন্ত্রের প্রতি আপনাদের সমর্থন আমি প্রত্যাশা করছি। আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা আরেকটি বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভুঁইয়া, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান বাবুল, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *